বর্ষণে ভরা এ সন্ধ্যায় আবেগের খেয়া ভাসছে
হৃদয় যেন তোমারই কাছে বারবার ফিরে আসছে
আকাশ আর নদীর গানে মিশে যেতে মন চাইছে
মহামিলনের সুর বাজে মনে, গুণগুণ করে গাইছে।

তোমার স্বপনে ডুবে আছে মন, আকাশের পানে চেয়ে
অন্তর যেন তোমাকেই পেলো বৃষ্টিকে কাছে পেয়ে
এই প্লাবনে মনমাঝি যেন প্রেমের তরী বাইছে
মহামিলনের সুর বাজে মনে, গুণগুণ করে গাইছে।

রাত্রি হাসে সাঁঝের আড়ালে, বলে, "আর দেরী কত?"
সন্ধ্যা বলে, "ক্ষনিক পরেই আমি হয়ে যাবো গত!"
আমার নয়নে নিসর্গ তবু শূন্য হাত বাড়াইছে
মহামিলনের সুর বাজে মনে, গুণগুণ করে গাইছে।


তারিখ : ০৯.০৬.২০২০