একদিন খুব আয়েশ করেই ঘুমিয়ে যাবো
সেদিনও আকাশে ক্ষীণ চাঁদ উঠবে
ল্যাম্পপোস্ট সেদিনও রাস্তার ভাঁজে ভাঁজে
মেটে হলুদ আলো বিচ্ছুরণ করে যাবে
গন্ধরাজ সেদিনও সুগন্ধি ছড়িয়ে যাবে
বাগানবিলাস ভরে থাকবে গোলাপী রঙে
কিছুই বদলানোর নয়, কিছুই বদলাবে না
সব সৃষ্টিই ব্যস্ত থাকবে 一 যার যার অস্তিত্ব নিয়ে!
আর আমি হারিয়ে থাকবো অতল ঘুমে
ব্যস্ততা আমায় আর গ্রাস করতে পারবে না।
তাকে পর করে দিব আমি 一 চিরকালের মতো
কেউ হাতখানি ছুঁয়ে দেখবে, হয়তো
আমি বলে যাচ্ছি, এতটা ঠান্ডা ভারী হাত সে
কোথাও খুঁজে পাবে না, আমাতেই প্রথম দেখবে!
তারিখ : ০২.০৬.১৮