আমার একটি ছোট্ট প্রজাপতি ছিল
বহুদূর থেকে উড়ে এসে
আঙুলের ডগায় বসে বলেছিলো,
"চিনতে পারোনি? আমি তোমার নতুন বন্ধু!"
অবাক চোখে তাকিয়ে ছিলাম তার পানে।
মুগ্ধতার দৃষ্টি, ভালোলাগার দৃষ্টি।

আমার একটি ছোট্ট প্রজাপতি ছিল
দিনরাত আমার সাথে উড়তো
বৃষ্টিভেজা কাদাপথে একসাথে যেতে যেতে
তার কত কত গল্পের ভেতরে ঢুকে যেতাম!
না তার বলার কোনো বিরাম ছিল
না আমার শোনার কোনো বিরাম।

আমার একটি ছোট্ট প্রজাপতি ছিল
বলতো, "কখনো ছেড়ে যাবে না তো?"
আমি হেসে দিতাম, ভালোবাসার হাসি
সে ভয় পেত, চোখে তার রাজ্যের দুশ্চিন্তা
আমার আঙুলে তাই সে বসেই থাকতো
কখনো উড়ে যেত না, আমারও মানা ছিল না!

আমার একটি ছোট্ট প্রজাপতি ছিল
একদিন হঠাৎই হারিয়ে গেল
যাওয়ার আগে একটা নীল খামের ভেতরে
লিখে গেলো দুটি শব্দ, "ভালো থেকো।"
আমি দিশেহারা পাগলের মত খুঁজেছি
অন্ধকারে কিছু হাতড়ে বেড়ানোর মত!

আমার একটি ছোট্ট প্রজাপতি ছিল
চলে গিয়ে যে আর কখনো ফিরে নি
বেলা ফুরোয়, দিন ফুরোয়, বছর ফুরোয়
আমার অপেক্ষা কখনো ফুরোয় না
হৃদয়টা সম্ভবত ওর ডানায় চেপে পালিয়েছে
এখন আমার কোনো প্রজাপতি নেই।


তারিখ : ০৯.০৪.২০১৯