আমাদের একটি দিন ছিল
নীল প্রজাপতির ডানায় রোদের খেলা দেখে
তুমি বলেছিলে, "সুন্দর!"
ঘাসের প'রে তোমার যে নুপূরের ছন্দ
আমার চোখজোড়া আটকে ছিল তাতে।
সেদিন শুধু আমাদের ছিল।

আমাদের একটি দিন ছিল
বাতাসের গায়ে দু'হাত বাড়িয়ে দিয়ে
তুমি চোখ বন্ধ করে ছিলে!
আমি কত কতবার যে মরে গিয়েছি সেদিন
তা বলার সাধ্য আমার এ জীবনে হবেনা
সেদিন শুধু আমাদের ছিল।

আমাদের একটি দিন ছিল
শান্ত নদীর তীরে যে সমান্তরাল বালিরাশি
তুমি তাতে লিখেছিলে, "ভালোবাসি!"
আমি তা দাঁড়িয়ে দেখছিলাম বোকার মত
আমার মুখে তখন কে যেন কুলুপ এঁটেছিল!
সেদিন শুধু আমাদের ছিল।

আমাদের একটি দিন ছিল
যেদিন তুমি ছিলে শুধুই এ ক্ষুদ্র প্রাণের!
এখন নীল প্রজাপতি, বাতাস কিংবা বালিরাশি
মনে করায়, আমাদের একদিন কত মধুর ছিল
আমি হতভাগ্য প্রেমিকের দলে
তাই বিষাদকে নিমন্ত্রণ করে ঘরে আনি।



তারিখ : ৩১.০৮.২০২০