থাক না এমন,
না হয়, নাই বা দিলে নাম।
যা কিছু নিয়মের বাইরে হয়,
তা কী শুধুই অনিয়ম?
হতেই তো পারে তা নতুন নিয়ম।
নাই বা ছুঁলে, তাতেই বা কি,
যে স্পর্শের খিদে থাকে, চাইনি তো তা!
নাই বা আর দেখা হলো,
যত্নে থাকবে কাটানো ক্ষুদ্র মুহুর্তগুলো।
দূরাভাষ বয়ে আনুক তোমায়,
বেখেয়ালে কাটুক সীমাহীন সময়।
শব্দ শব্দের সঙ্গমে -
জন্ম নিক নবজাত শব্দ।
থাক না এমন
নাই বা দিলে স্বীকৃতি,
জানি, বিকৃতরা করবে বিকৃতি।
সব স্বীকৃতি কী সুখের হয়?
আমার জন্য শুধুই শব্দ রেখো,
নির্বাক হয়ে যেও না।