শিমুলের লাশগুলো রাস্তায় পড়ে
কিছু গাড়ি পিশে গেছে,
কিছু পা'য়ে করে।
এভাবেই সুখগুলো দুঃখতে মেশে
বৈশাখী ঝড়ে ঝরে
ফাগুনের শেষে।
ডালগুলো পুনরায় হয় যে সবুজ
পথ চেয়ে খসে যায়
হারায় অবুঝ।
খালি ডালে বসন্তে ফের ফোটে ফুল
রাস্তার জঞ্জাল
শহুরে শিমুল।