প্রতারক তুমি খুব হিসেবী,
নিপুণ সিদ্ধহস্ত
তোমার দানে অভিমানী মন
বিশৃঙ্খল-বিধ্বস্ত।

ভাঙা ঘর ফের তুলবো গড়ে,
জানি বিশ্বাস গেছে অস্ত
পর'কে আপন করার প্রয়াসে,
না হয় হবো পুণরায় পরাস্ত।