আবেগ ভরা চিঠি...
আবর্জনার ধারে জনজট
হননের দেহময় রিরংসার ছাপ, রহস্যের নেপথ্যে আত্মীয়ের পোশাকে আততায়ী
সম্মোহনের শয্যায় নৈবেদ্য নিবেদন –
শোঁপে দেয় অলঙ্কার অলিখিত প্রতিশ্রুতির আলিঙ্গনে,
ভুল শুধরে সাফ হয় আবেগের বীজাণু,
যান্ত্রিক দাম্ভিকতা।
হস্তান্তর হল আবেগ ভরা চিঠি...
“বন্ধ ঘর থেকে উদ্ধার হলো এক তরুনীর মৃতদেহ”
ঘন হলো আবর্জনার ধারে জনজট
“পাওয়া গেলো ন’টা মৃত ভ্রুণ"