“আরো কিছুটা পথ চলা যাক
নিশ্চিত পরিণতি উপেক্ষা করে...
উপভোগ করা যাক দুঃখের উৎসব,”
মাঝে মাঝে অন্ধকার ছেয়ে যায়,
একবুক যন্ত্রণা অন্যদিকে, অশনি সংকেত
দেহ জুড়ে বিষাক্ত রক্ত বয়ে বেড়ায়।
পরস্পরকে আঁকড়ে ধরে, মিথ্যে আশ্বাস দেয়
যন্ত্রণা কমে না
অন্ধকারে বাড়তে থাকে কালো রঙ...
পুণরায় পথ চলা শুরু হয়, শ্লথ্ পদক্ষেপ
পথের বাঁকে বাঁকে সংশয় সর্বক্ষণ –
কার পথ শেষ হবে সামনের বাঁকে,
না কি আরো কিছুটা পথ একসাথে...
পথের পাশে প্রতিশ্রুতি দেয় –
“আর কোনো অরাজকতা নয়,
যন্ত্রণা বুকে নিয়ে নয়, বিনা সংশয়
নতুন নিয়মে পথ হবো পার,
উদ্দীপ্ত করে তুলবো দিনের উচ্ছাস
রাতের আদরে জ্বালিয়ে তুলবো প্রদীপ।”
তাই, চোখের জলে ছলছল করে উঠেছে হাসির কলোরব,
আলিঙ্গনে বেড়ে উঠেছে ভালোবাসা,
নতুন নিয়মে জন্ম নিয়েছে জীবন
মৃত্যুর পথ শেষ হয়েছে মনের অন্তরে।