জীবন মৃত‍্যু এক হয়ে রয়ে গেল,
প্রাণের বন্ধু নিরুদ্দেশ,
শোকের দায়, দান করেছে দেহ।
আবর্জনায় পড়ে থাকে গতকালের সংবাদ আর
অস্তিত্ব।
রেখে গেছে সবটুকু,
রেখে গেছে কাড়াকাড়ি, ভাগাভাগি কিম্বা
ছন্দপতন আর ঋণের বোঝা।
বহুদিনের অভ‍্যেস, এভাবেই কেটেছিল দু'জনের -
আতর মাখা সব সুখ আর নাক সিটকায় না,
ইঁদুরের গর্ত থেকে বেড়িয়ে আসা দুর্গন্ধ
জড়িয়ে ধরে, যেন কত দিনের আলাপ।
ভাগ‍্য বোধ হয় এমন করেই বদলায়,
শান্তি, ঠান্ডা ঘরে অপেক্ষা করে
আগুন মাখবে বলে।
ঘুম ঘুম খেলা না বলেই শৈশব হারিয়েছিল।