পাইন বনের সিক্ত স্তব্ধতা ধীরে ধীরে স্পর্শ করে
নিভৃত একাকিত্ব; নিবিড় নীরবতা জড়িয়ে ধরে
জঙ্গলী গন্ধের মত্ততায়,
ঝিঁঝিঁর ঐকতানে ঘেমলা মহীধর নিগূঢ়!
অদৃশ্য বিহগের অচেনা সম্বোধনের আকুতি সঙ্গী খোঁজে।খরস্রোতার ক্ষীণ শব্দে বিঘ্নিত স্তব্ধতার অন্বেষী পদক্ষেপ,
আবেশে ভাসতে ভাসতে থেমে যায় মোহিনী প্রপাতের সম্মুখে - স্থিরদৃষ্টিতে পড়ে নেয় চুপকথার ভাষা,
আমিত্ব থেকে বিছিন্ন হয়ে আরো নিকটে যায় মগ্নতায়!
শৈল বর্ষণ ধুয়ে দেয় ঈষৎ অনুরাগ;
সম্বিৎ ফেরে শুরুর বিন্দুতে!
রেশ রয়ে যায় নুড়ি পাথরে ঝর্ণা মেখে!