রাস্তা লাগোয়া আরও একটা রাস্তা
যে রাস্তার মোড়ে সঙ্গছাড়া হয়েছিল
কিছু সম্পর্ক,
ফিরেছে সেই রাস্তা ধরে
তবে ব্যবধানের অন্তরে ছিল অভিমান,
যা চিরকাল থাকে না।
এই রাস্তারই বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে
নানা রূপে কাকে পেতে চেয়েছে,
কাকে না পাওয়ার পুণরাবৃত্তি হয়েছে,
আজও বোঝেনি
তাই রাস্তার একঘেয়েমিতে, ক্লান্তিতে
তাকে আর চায় না,
কিন্তু কাকে চায় না
আজও বোঝেনি
তবু চওড়া রাস্তার ধার ধরে
ফিরে আসে
আত্মবিশ্বাস ফেরানোর বিশ্বাস নিয়ে।
রাস্তা লাগোয়া রাস্তা অবিরাম আবহমান
রাস্তাটার কোনো লক্ষ্য নেই, কোনো গন্তব্য নেই
কোলাহলের পাশে নির্জনে পড়ে থাকে,
কিসের ভয় যেন তাকে প্রতিমুহূর্তে ডাকে,
শুধু অতীত থেকে ফিরতে ফিরতে
বর্তমানে হারিয়ে যায়।