সম্প্রতি ঘটে গেছে দূর্ঘটনা -
লুট হওয়া ঘরের আর্দ্রতায়
রঙ চটা স্মৃতির আনাগোনা।
শব্দছক আড়াল করে অভিব্যক্তি।
খিদে, আলো থেকে আঁধারে নামতে নামতে
ক্ষুদার্ত রয়ে যায়। বোঝাই, দমন করি -
তাদের বোধ শিশুর মতোই নির্বোধ।
প্রতিপালনের দায়, অহর্নিশি ছুট।
কিছু কারণ অকারণেই জন্মে ছিল,
পলাতক ফেলে গেছে ভাঙাচোরা আর
ফাটল।
এখন এখানে শুশ্রূষার সাথে
পুনঃনির্মানের কাজ হয়।
ধনাত্মক ত্বরণ আর দোসর খোঁজে না।