ফিরবে না জেনেও, জমায়েত দেখি
স্মৃতি সমাবেশ মনে
জড়াও যে এসে স্বপ্নের বেশে
বৃষ্টি সঙ্গোপনে।
ভিনদেশী মেঘ সুখপাখি হয়ে
রামধনু ধরো পালকে,
দহনে রেখেছি নীরবে যত্নে
পথ খুঁজে ফিরি আলোকে!
মুখেও বলি না, কেন যে ভুলি না
বোধের স্থবিরতা!
সব যদি শেষ, তবু কেন ক্লেশ
ভেতরের অধীরতা!
ফেরে যদি প্রেম, রেখো সম্মানে
মন প্রাণ করে নিঃস্ব,
নিরাশার বুকে ভুলভাঙা সুখে
ফেরাব অমর বিশ্ব।