বহু পথ চলা এখন বাকি, কিছু হয়েছে অতিক্রান্ত
সম্পর্কে আজ ধরেছে ফাটল, বিশ্বাসও বিভ্রান্ত

স্বপ্নে মোড়া ভবিষ্যতের হত কত কথা,
মনের গভীরে লড়াই করে আজ, দু’জনের নীরবতা

প্রতিশ্রুতির মালা বদলে, হয়েছিল যে পথ শুরু
ধারণা দিয়ে বেড়া টেনে আজ, হয়েছি দুই মেরু

সন্দেহ করে কলহ চলে, ছুঁড়ে মারে কটুবাক্য
অবলম্বন হওয়ার নেশায়, হারিয়েছে জীবনের অর্থ।

বিষণ্ণতায় ভরে গেছে মন, বেড়েছে ব্যবধান
চলো ফের আজ অচেনা হয়ে, করি বেদনার অবসান।