“রিলেশন নট ফর-এভার” (চিত্রের নাম)-
জীবন চক্রে ঘুরতে ঘুরতে
সে পেয়েছে সঠিক পথ।
ছড়িয়ে চারটে মাথা –
বয়স খোঁজে হারিয়ে যাওয়া শৈশব।
পাথরের তৈরী সাপটা চুপ করে দেখছে –
কাঠের তৈরী মা’য়ের গর্ভে বেড়ে ওঠা ভ্রুনের জীবাশ্ম,
দেখছে মুদ্রা হারাচ্ছে মুল্যবোধ;
কাগজী নোটের বেড়েছে প্রাধান্য।
“লাফই হ্যাজ গন কম্প্লিকেটেড্” (চিত্রের নাম)-
মুখোশ পরা বালকটির দৃঢ় দৃষ্টি
আলো বাড়াবে তার শাখা।
উন্নতির সিঁড়ি বেয়ে অন্তিমে নিঃসঙ্গতা,
ফিরে তাকাতেই ঐশ্বর্য্যের প্রাচীর, আক্ষেপ মেটে না।
সততার বিসর্জন দেওয়া আসামীর আশ্রয়
আজ মুরগীর খাঁচা –
কখন কাটবে গলা, জলভাত হয়েছে বাস্তবটা।
ষ্টীললাইফ, ল্যান্ডস্কেপ্, বটগাছ –
পেনসিল প্রকাশ করেছে মনের ভাব।
নিষিদ্ধপল্লীর মতো অনেক প্রিয়-অপ্রিয়
রঙ মাখানো বাস্তব,
যা করেছে দর্শকের দৃষ্টি আকর্ষণ।