স্পর্শ লোভে আহ্বাণ ছিল দু’এক ফোঁটা বর্ষার,
কালবৈশাখীর হাতে হলো স্বপ্ন চুরমার
ভোর-বিকেলের মিল খুঁজি তাই পথিক পানে চেয়ে,
এ-পথ তোমার আমার ছিল অতিত সিঁড়ি বেয়ে
চোরাবালি, পাখির বাসা, কাঁচের মতো মন,
মরুভূমির মরিচীকা দেখি সর্বক্ষণ
রক্তে মাখা বাসি মালার মূল্য কতটুকু?
বিয়োগ ফলে রাতের বুকে নিশির কান্নাটুকু
পূর্ণিমার টিপ পরে, সে দিয়েছিল তারাখসা,
কালোমণির কঠোর মনের শেষ সন্ধ্যার দেখা
সোনার সূর্য, শিশিরকণা, আজও তোমায় খোঁজে,
তোমার চেয়ে তোমার স্মৃতি আমায় ভালবাসে।