খেলার ছলে স্পর্শ,
নিয়ন আলোর প্রভায় সাহসী প্রকাশ,
অজুহাতের অন্তরে ছিল
প্রত্যাক্ষ্যানের অন্ধকার
নাইট গার্ডের হুইশেল আর
নাইট ল্যাম্পের মায়াবি জালে
ফুপিয়ে উঠেছিল অবয়ব,
সিলিংফ্যানের স্যঁতস্যঁতে হাওয়ায়
ঘড়ির কাঁটাও কেঁপে উঠেছিল অশ্রুহীন কান্নায়।
সেই মুহূর্তের অনুভূতি
আজ অপরাধ বলে মনে হয়,
সত্যি কী অপরাধ ছিল?
মন আজও চায় –
সে ভয় মুক্ত থাক, বাস্তব সুখী হোক,
তার উৎচ্ছাসে থাক শিশুভাব।
এমনি সব হাসিই দেখতে সাধারণ।
নিঃস্বার্থ থাক প্রথম শেষ আলাপটুকু,
ক্ষনিকের স্মৃতি।
যুক্তিতে ব্যবধান তো শুরুতেই ছিল,
যা আচ্ছাদনে আছে –
একরাশ নির্বাক শূণ্যতা।