উদ্দেশ্যহীন দিন কাজের অজুহাত দেখিয়ে
ছুটতে থাকে রাস্তা,
বাড়ি ফেরাকে দিনের শেষ বলে
ছটপট করে খিদে সারা রাত।

সিলিংফ্যানের আর্দ্র হাওয়ায়
অচেনা হয়ে ওঠে সব সম্পর্ক,
ফুটপাতে শুয়ে থাকা মানুষগুলো আপন হয়ে ওঠে ঘুমের ঘোড়ে।
ঘড়ির কাঁটার শব্দ স্পষ্ট হয়ে ওঠে
আর কর্পোরেশনের আলোয় রাত কেটে যায়,
নাইট ল্যাম্প জ্বলে না।
নিশিযানের শব্দে ডেকে ওঠে কুকুরের দল।
চেনা গৃহে মানুষ গুলো একঘেয়ে,
ঘুমন্ত চিন্তায় একঘেয়েমি মানিয়ে নেওয়ার নতুন কৌশল।

টেলিভিশন বর্ণিত করে লুটোপুটি খাওয়া প্রেম
আর দেওয়াল ধরে ছুটতে থাকে খিদে...

ছুটির দিন বলে আলাদা কিছু নেই,
খুঁজতে চায় না উদ্দেশ্য, হাজার তিরস্কার উপেক্ষা করে।
শুধু দেওয়ালের মাঝে বেড়ে ওঠে দেহের খিদে,
বেড়ে ওঠে প্রেম দেওয়ালের গায়ে।