জ্যামিতিক আকারের জাল –
জর্জরিত স্বপ্ন; দুঃস্বপ্নের মতো

জগৎ হাতের মুঠোয়
নেট-এ এন্টার করে।

প্রতিভার খুন হয়, ঘুন ধরে শিল্পীর আত্মবিশ্বাসে,
অসফলতার ব্যপ্তি ঘটে স্রষ্টার অগোচরে।
জাল বোনে মানুষও, তবুও খিদে মেটে না
দাঁত বসে নিঃস্বার্থ অবকাশে।

সু্যোগ বুঝে নিদ্রাহীন রাত অভিজ্ঞতা ব্যক্ত করে;
ব্যাখ্যা করে ফলকের গায়ে...  
গরাদের জালে জমে ওঠা মৃত স্পৃহা গোনে
নতুন করে শুরু করে, অক্লান্ত প্রয়াস, আর

চলতে থাকে ব্ল্যাকউইডোর রহস্যময় জীবন চক্র।