কাঁটা তারের বেড়া নিথর, পিপাসু
জমাট বাঁধা শান্তির বুকে প্রতিহিংসার আগুন জ্বলে,
কালচে রক্তের দাগ সৃষ্টি করেছে লক্ষন রেখা।

প্লাবনের সেচ্ছাচারী পটভূমি,
ধর্ম বর্জন করে সমাবেশ –
কারাগার  না, লাশকাটা ঘর না, আঁস্তাকুড়ও না
জমি জুড়ে শবের ফসল, আর
লেহন করে পচাগলা দুর্গন্ধ।

খিদে প্রেতাত্মার বেশে আঁকড়ে ধরে
দু’পায়ের মাঝে রাতের ভোর নামে,
মনোরঞ্জনের বীজ আশ্রয় পায় অশ্মদেহে
আর ধরা পরতেই কেটে সাফ করে দেয় কুলষিত অংশ।

মাছি ভনভন করে আবর্জনা, মৃত ভ্রূণ ও
জ্যান্ত ফুটপাথের স্পন্দনের গায়ে।