দেখা দিও চোখে অন্ধকার নামার আগে,
বুঝে নিও বোবা দৃষ্টির ভাষা

ধুলোয় জমে থাকা যত মিথ্যে মনগড়া
বসন্তের বৃষ্টিতে ধুয়ে দিও সেইসব ভুল,
নিয়ে এসো বন্ধ দ্বার খোলার বাতাস

গৃহের এক কোনে রেখো
লক্ষ্যহীন পথিকের আশ্রয়,
স্নিগ্ধ ছোঁয়ার দিও বোধ, আর
লিখো নতুন শুরুর গল্প...