ঘড়ির কাঁটায় বৈঠা টানার শব্দ,
রাত ভরে ধাবমান তৃষ্ণা
বন্য উপাসনা, দেওয়ালের উষ্ণ নিঃশ্বাস
শুধু চোখে কিংবা নখের মুখেই নয় –
ছুটে আসে সহস্র দাবিদার
কামড়ের কৌশলে ক্ষীন হয়ে যায়
বৈঠা টানার শব্দ
বন্ধ পলকের গা দিয়ে
বয়ে যাওয়া ঈশারা...
যত্নের অহংকার
নৈবেদ্য অর্পণ করে
আরোহীর আলিঙ্গনের আকর্ষণে, আর
আবিষ্কারের অর্ধেক দায়িত্ব
প্রবাহিত হয় দেবদাসির অন্তরে।