গর্ভে বেড়ে উঠেছে
বীরপুরুষের শেষ ইচ্ছে।
প্রতিকূলতা আদিম যুগ থেকেই,
বন কেটে সাফ হচ্ছে, বন্যতা নয়
মাইলস্টোনে লেগে থাকা রক্ত প্রমাণ করে
জীবনটা কত মাইল পর শেষ হল।
বীরপুরুষ হিংসার শিকার,
চোখের জল গড়িয়ে পড়ে
গর্বিত চাহনি থেকে,
অকাল বৈধব্যের সান্ত্বনা-স্বপ্ন
শুধুমাত্র গর্ভে বেড়ে ওঠা প্রাণ,
যা বীরপুরুষের স্মৃতিচিহ্ন।
আরো রক্ত বয়ে যায়, হিংসার পিপাসা মেটে না –
এ কেমন স্বাধীনতা?
এ কেমন যুদ্ধ?
কোন অধিকারে ছোঁড়ে গুলি?
কিসের লোভে নিক্ষেপ করে বোমা?
মৃত্যুর বিভীষিকা যেন -
কেউ একদম চুপ, কেউ ছটপট করে
চাপচাপ রক্ত মাখা উষ্ণ ক্ষতের প্রশ্ন –
এ বলিদানের ভবিষ্যৎ কি?
এর শেষ কোথায়?
এ ভাবেই কেটে চলেছে জীবন
উৎসব থেকে দূরে,
রাতের নিশ্চিন্ত নিদ্রা থেকে দূরে
হয়ে চলেছে যুদ্ধ, আর
কাঁটাতারের বেড়া ঘিরে
হিংসা ওঁত পেতে রয়েছে নো ম্যান্’স্ ল্যান্ড-এ
শান্তির প্রলেপ জড়িয়ে।