বুকে টেনে নেওয়ার পর
ছেড়ে দিতেই –
আস্তে আস্তে মিলিয়ে যায়, আর
কিছু দূষণ জমা পরে
দুঃস্বপ্নের আলিঙ্গনে।
সম্পর্কের জটিলতায় বিক্ষিপ্ত মানষিকতা,
মোহের মায়া আষ্টেপিষ্টে জড়িয়ে শিরায় শিরায়
অপ্রতাশিত প্রত্যাখ্যান –
ক্রমে ক্রমে ঝাপসা হয়ে আসে
ছাই হয়ে যায় অনুশোচনার আগুনে।
বুকে টেনে নেওয়ার পর
ছেড়ে দিতেই –
নিরুত্তাপ ছাই আর
কিছু আধখাওয়া সিগারেটে
জমে ওঠে অ্যাশট্রে,
ছাই হওয়া স্বপ্ন সম্পর্ক আত্মবিশ্বাসের মতো,
আর দহন যন্ত্রনায় ছটপট করে
জমে থাকা নিরীহ কিছু অতৃপ্ত প্রশ্ন।
বুকে টেনে নেওয়ার পর –
উজাড় করে দেয় অশালীন প্রেম
ক্ষুধার্ত শিশুর কান্না ঢেকে যায়
শিৎকারের উত্তেজনায়,
নগ্ন আলিঙ্গনের পাশে
অবহেলিত নরম শুষ্ক ওষ্ঠে অবতরণ করে
নির্মম রাত।
বুকে টেনে নেওয়ার পর
ছেড়ে দিতেই –
অপরাধীর আরোপ হল প্রতারণা,
কৈফিয়ৎ দিতে সে বাধ্য নয়
কেউ ওকালতি করবে না,
কেউ বুকে টেনে নেবে না,
সবপেয়েছির আসরে কেউ জানতে চাইবে না
অপরাধের কারণ,
শুধু বরাদ্দ হবে
দু’চোখ জোড়া কান্না রাত গভীরে।
টেনে নেওয়ার পর –
অসহায় আর্তিটুকু পৌছায় না
নেশাতুর কান ওবধি
ফুলে ওঠে ফনা,
থাবা থেকে বেড়িয়ে আসে কামুক নখ,
প্রতি প্রহারে বিদীর্ণ করে
অস্তিত্বের সববৈশিষ্ট্য সব ইচ্ছে।
বিষ আলিঙ্গনে সৃষ্টি হয় ধ্বংস খন্ড,
বর্নিত হয় নষ্ট মেয়ের উপাক্ষ্যান।