খুঁজতে খুঁজতে তিন যুগ পথ পেরিয়ে
দেখি মাইলস্টোনে আঁকা শূণ্য,
কোথায় পৌঁছালাম?
আসলে কোথাও পৌঁছাতেই পারিনি!
বাদ দেওয়া বেশ কিছু অদৃশ্য
বাতাস হয়ে বয়ে গেছে সময়।
কী ফেলে এলাম?
সামনে পড়ে আছে পাথুরে জমিন...
দলিলে সবটুকু দায়িত্বের নামে লিখে
অবশিষ্ট সত্ত্বাকে ফের বিভক্ত করেছি
যাত্রা আর অনুশীলনে...