সম্পর্কের জন্মদিনে দিলাম
জীবনের সহজপাঠ,
মিথ্যে জেদের বশে
ছিঁড়ে টুকরো টুকরো করলে।
শব্দগুলো এলোমেলো হয়ে
তৈরি করলো সমস্যা,
সমাধানে অক্ষম -
অঙ্কে যে বরাবরই কাঁচা।
দরখাস্তে লেখা হলো ইতিহাস -
মন উজাড় করে উল্লেখ্য করলো
অভিযোগ,
পাতার পর পাতা ভরে গেলো
ষড়যন্ত্র প্রতারণার কৈফিয়ত চেয়ে,
ভালোবাসা প্রহসন হয়ে গেলো
কোথাও প্রকাশ পেলো না।
ঘুম নেই! খিদে নেই!
অদ্ভুত ব‍্যস্ততা,
পরীক্ষা করে ধরা পরলো
বিষণ্নতা।
ছাড়পত্র পেতেই রোগ সারলো।
দিনের শেষে ক্লান্তিতে
শান্তি অনুভব করি।
এখন সাড়া বছর জুড়ে
বয়ে যায় দক্ষিণ বাতাস,
ঝলমলে রোদ, নীল আকাশ
রাতের তারাদের মাঝে
একা চাঁদ আসে যায়।
চাতকের মতো বৃষ্টি গায়ে মাখি।
শহর খুঁড়ে দুঃখ সংগ্রহ করি,
বিলিয়ে দিই ভালোবাসা,
শেখাই ঘুড়ে দাঁড়ানোর সহজপাঠ।