পাহাড়ি ধস, বন্য দাবানল আর
গোপন ষড়যন্ত্রের সাথে -
আবর্জনার স্তুপে পুড়ে যায় খবর;
খবরের সাথে অক্ষর, অক্ষরের সাথে শব্দ
পুড়ে যায়।
অপচয়ের পর অপচয়, অগুনতি অপচয়ের পর
শব্দেরা প্রশ্ন হয়ে জমেছে দৃষ্টিতে,
বেশ কিছু বয়ে গেছে প্লাবনে -
আরো কিছু তৃষ্ণার্ত রয়ে গেছে খরায়।
আসলে শুধুই ভালবাসা অথবা ভয় -
দেখতে চেয়েছ চোখেতে,
কখনও নির্লিপ্ত নিষ্পলক দৃষ্টিতে চোখ পড়লে জেনো
নৈঃশব্দ্য এক তীব্র আর্তনাদ।