শুকনো পাতায় ঝরে যাবে ফের
আবেগ ছুঁলেই বাতাসে!
মোম পুড়িয়ে  গলবে পাথরও
মুখচোরা অবকাশে।

কোন ঠিকানার বাড়িটা খোঁজে
সময়ের অপচয়,
আপন ঘরেই অতিথি যাপন
বিঘ্নিত পরিচয়।

ধোঁয়াটে নজরে জোনাকি ওড়ে
আলোয় আলেয়া ভ্রম,
মূকাভিনয়, শ্রুতিনাটক
সাজায় অনুক্রম।

তোমার গাড়ীর যাত্রী হলো
একক সফরনামায় -
পথের হাতেই পথ রেখেছে
অজানা ওঠানামায়!

ফুলদানিতে   ফুল আসে যায়
গন্ধ হারায় বাতাসে,
ক্ষণিক শীতে পোড়ায় স্মৃতি
মুখচোরা অবকাশে।