অবাধ্য হতে ইচ্ছে করে,
যখন দেখি সামনের ঘরে ছোট্টো মেয়েটি
বায়না ধরেছে।
অবাধ্য হতে ইচ্ছে করে,
যখন দেখি খুদে ছেলেদের দল
বৃষ্টিতে মিটিয়ে নিচ্ছে
শৈশবের সুখ।
অবাধ্য হতে ইচ্ছে করে,
যখন শনিবারের সন্ধ্যা
রবিবারের ছুটি আমেজ বয়ে আনে।
অবাধ্য হতে ইচ্ছে করে,
ভ্রমণপিপাসু মনের রেলগাড়ি
ছুটে চলে চেনা শহর ফেলে।
অবাধ্য হতে ইচ্ছে করে,
বন্ধুদের আসরে আনন্দ যখন
চরম পর্যায়।
সংযত হতে চায়,
মনের ঘরে যখন তুমি
স্বপ্ন সাজিয়ে যাও।