প্রতিবাদী মিছিল শেষ হতে হতে পুড়ে যাই,
ধুলো মেখে মিশে যাই দূষণে
চির নিদ্রিত ইষ্টের পাদদেশে জ্বলে যাই নিরন্তর ;
উল্লাসের রঙিন আলোয় আতোসবাজির উৎসব -
নকল পোষাক ঢেকে উন্নয়ন গান গায়।
সলতে পাকানো বাস্তব উস্কে দেয় বিভৎষ্যতা;
দৈন্য বসতির আঁধারিতে আছন্ন অক্ষর বিছিন্ন
সাক্ষর হতে, ধোঁয়াশায় জ্বলে পোষা মানা মশাল।
উজ্জ্বল মস্তিষ্কের বোধ ঘিরে বিরাজ করে অন্ধকার।