শুরু হলো বিজয় মিছিল,
কি না নেই মিছিলে -
সাইকেল মোটরবাইক
গাড়ি লড়ি বাজনা,
কে না নেই মিছিলে -
নির্বোধ চ‍্যাংড়া ছেলে থেকে শুরু করে
অবোধ বৃদ্ধ,
গণ‍্যমান‍্য বোদ্ধারা ধীর গতি হাঁটছে।
মিছিলের শুরুতে মহিলাদের জয়ধ্বনি,
এগিয়ে চলল বিজয় মিছিল
পছন্দের জয়ীকে সঙ্গে নিয়ে ...
সবার হাতে পতাকা, পতাকায় গিজগিজ করছে
মিছিল, দেখতে দেখতে
হঠাৎ চোখ চলে গেল লাহা বাড়ির ছাদে,
তিরঙ্গা মাথা হেঁট করে দাঁড়িয়ে।
আবির ছড়িয়ে রাস্তা জুড়ে,
এই নিয়ে আজ এই পথে দুটো বিজয় মিছিল
যেতে দেখলাম।
যানজট হোক, দেরি হোক, ক্ষতি হোক
তা তে কি?
মূল্যের বৃদ্ধি হোক, বেকার বৃদ্ধি হোক,
চাকুরী যাক, তা তে কি?
সবুজ কেটে রাস্তা চওড়া হোক
বিকেলের গেরুয়া আকাশ কালো মেঘে
ঢেকে যাক, তা তে কি?
বিজয় মিছিলে এতটুকু ত্রুটি নেই,
ত্রুটি থাকলে চলবে না,
মিছিলেরও যে হার-জিত আছে!
সন্ধ‍্যে তখন রাতের দিকে ঢলে পরেছে,
আমি গলি থেকে বড়ো রাস্তায় উঠেছি,
দেখি ফুটপাতে দু'জন দু'রঙের আবির মেখে
টলতে টলতে চলছে, ওদের হাসি থামছেই না,
কথোপকথন শুনে বুঝলাম
মিছিলের সুবাদে রসদ জুটেছে, খুব খুশি,
সে তো আজকের মতো। কিন্তু কাল...
কাল কে কাকে মনে রাখে,
কাল সেই নিজেরটা নিজেকে বুঝে নেওয়ার
পালা।
কার স্বপ্ন ভাঙ্গল, কার বিশ্বাস ভাঙ্গল
কার সংসার ভাঙ্গল
তা তে কি?
ফের নির্বাচন হবে,
ফের বিজয় মিছিল বেরবে
উপচে পড়া ভিড় সঙ্গে নিয়ে।
এই ভাবতে ভাবতে বাড়ি ফিরছি,
ফের চোখ পরল লাহা বাড়ির ছাদে,
তখন অদ্ভুত হাওয়া বইছে
অনেক চেষ্টা করেও তিরঙ্গাটা
উড়তে পারছে না,
মনে হচ্ছে বেশ অনেকটা অংশ
কোথাও ফেঁসে গেছে।