আর একটু, আরো কিছুক্ষণ...
আরো কিছুক্ষণের সঙ্গ মন চায়,
"আরো কিছুক্ষণ থাকো"-
আবদার করে ইশারায়।
শ্লথগতিতে বাড়ি ফেরা
মোবাইলে ফুরায় না কথা,
"সুইটড্রিম, ফের হবে দেখা"
গলিতে জাগে রাতের স্তব্ধতা।
ঘুম আসে, ঘুম যায়
এতটুকুই স্বপ্নের মেয়াদ,
কত কৌশলে নিরাপত্তা খোঁজে
ভালোবাসার ফুরায় মেয়াদ।