প্রাপ্ত অনুভূতি নিঃশ্বাসের সাথে বেরিয়ে যেতেই,
প্রশ্বাসের সাথে ফের বোধের পুনর্নিমাণের
অপেক্ষাটুকু, একটা অস্থিরতা...
পার্থিব অপার্থিব উল্টেপাল্টে বিশৃঙ্খল!
উড়ন্ত শব্দদের ধরে আনি যত্নে,
ভাবের আঁঠা দিয়ে জুড়তে থাকি -
দিনে রাতে ব্যস্ততায় ক্ষণিক অবকাশে,
কতটা খুঁজে পেয়েছি জানিনা।
তৃষ্ণা রয়েই যায় কল্পনার মরুতে!