শব্দ দিয়ে গোপনে সাজাই।
নিয়ন আলোয় মনকে বোঝাই।
বৃষ্টি রোদে ভেজাই পোড়াই।
কেমন করে তোমাকে পাই?
ভেতর ভেতর অশান্ত সব।
ঘুরে বেড়ায় হয়ে নিরব।
শেষের পরেই আরম্ভ রব।
দহন জ্বালায় ব্যথার পরব।
আদৌ আমি পেয়েছি তোমায়?
স্বপ্ন জাগায় রাত্রি ঘুমায়।
কাহিনী শোনায় বিরহ সুরে।
হয়েছে শুরু এখনো দূরে।