পথিকের ছাতা ঘামে লিপ্ত,
পদক্ষেপের ক্লান্তিতে গতরাতের ঘোর।
অফিস টাইম দিনে দু’বার আসে,
বিকেলের চা’য়ে চুমুক লাগে –
রাস্তা থেকে শীততাপনিয়ন্ত্রণ ক্যাফেতে
আর বাড়ি ফেরার অপেক্ষায়
পুড়ে ছাই হয়ে যায়
ওভারটাইমের সিগারেট,
ছাই হয়ে যায় অবকাশের সব সখ।
অফিসে দক্ষিণ জানালার গা বেয়ে
পিঁপড়েগুলো তখনও অবিরাম-
পথ শেষ করে বাড়ি ফেরা…
শুধু কাজের ঘোর তখনও কাটে না।