কী লিখব অভিজ্ঞতা
কাটছে জীবন নিয়ম মাফিক, ভালো আছি মিথ্যে কথা!
আঘাতগুলো বাঁচাতে শেখায়, মৌন হয়ে লুকায় ব্যথা।
কী লিখব ভালবাসা
শহর জুড়ে গৃহযুদ্ধ, প্রচার পেয়েছে দ্বন্দ্বের ভাষা
সম্পর্কের আতঙ্কে, কাঁদছে মানুষ জ্বলছে বাসা।
কী লিখব বিশ্বাস
অভিনয় করে দিন কেটে যায়, একই বিছানায় শুয়ে থাকে ত্রাশ
ঠোঁটে ফুটে ওঠে বিদ্রূপ হাসি, দেখে জীবনের পরিহাস।
কী লিখব ঘুরে দাঁড়ানো
ব্যস্ত দিনের ক্লান্তি দিয়েও বিষণ্ণতা যায় না এড়ানো
ভুলগুলো মন কুঁড়েকুঁড়ে খায়, সুখের ঘরে বেদনা ছড়ানো।
কী লিখব পুনর্মিলন
প্রতারণা শিখিয়ে গেছে একা থাকার অনুশীলন
মুখোশ পরে স্বান্তনা দেয়, কিছু শত্রু দেখতে আপন।
কী লিখব কবিতা
স্বাধীনচেতা হয়েছে সমাজ, স্বভাবে বেড়েছে স্বেচ্ছাচারিতা
এ সব নিয়েই বেড়ে উঠেছে অহংকারের প্রতিযোগিতা।