অতৃপ্ত আত্মার ভীতি সন্ততিহীন ঐশ্বর্য।
গভীর রাতের মিথ্যাচারে বিভ্রম,
দীর্ঘনিঃশ্বাসের প্রতিধ্বনি
দেওয়ালে বারংবার আঁছড়ে আহত।
অসহ্য কষ্টের উপত্যকা থেকে আতঙ্কের সৃষ্টি।
অর্থসৃষ্ট শয্যায় প্রবেশ করতেই
বিঁধে যায় সহস্র বিষকন্টক সর্বাঙ্গে,
লুটিয়ে পড়ে সিক্ত পলক,
বেড়ে ওঠে মারণ রোগের বীজ।
স্বপ্নের আঁধার গলি ধরে
অশুভ বৃদ্ধি পায় ক্রমশ,
অবিশ্বাসের ব্যাপ্তিতে স্থূল হয়ে যায়
অবশিষ্ট কিছু সম্পর্ক, আর


যে প্রশ্নগুলো ধাওয়া করে বেড়ায় –
কে দেবে আরোগ্যের সন্ধান ত্রিভুবন খুঁড়ে?
কে দেবে উত্তরাধিকারের জন্ম?
কে করবে শত্রু দমন যজ্ঞ?
কে পাঠ করবে মুক্তি কবিতা?
কে তুলে দেবে ইচ্ছের মুখে স্ফটিক জল?