অভিশাপ সব জীবনের পুঁজি হয়ে
নিঃশ্বাস-প্রশ্বাসে থাক।
জমা থাক সব ভূল বিফল অভিজ্ঞতার
স্মৃতিচারণে।
শাপমোচনের আলো হয়ে স্পর্শ করবে,
অপেক্ষায় কেটে গেছে কৈশোর যৌবন,
কেটে যাবে আজীবন।
উষ্ণ পথের ধারে সারি সারি গাছ
ভয়ে ভয়ে বেড়ে উঠেছে, হারিয়েছেও অনেক
বেড়ে উঠেছে শিশুবিহীন শিশু উদ্যানের ঘাস,
চোখের জলের খোঁজে
শিশিরভেজা রাত কেটে যায়।
দূষিত উষ্ণতার মতো বাড়তে থাকে খিদে,
প্রগতির সাথে বাড়তে থাকে
বেঁচে থাকার কালসাপ, আর
শাপমোচনের নামে জন্ম নিয়েছে মৃত্যু -
সম্পর্কের বেশে, উন্নতির বেশে
প্রতারণার বেশে, বাঁচার বেশে