যদি পেতাম পাখির ডানা
উড়ে যেতাম মেঘের শহর,
হতো মজা বেশ।
যদি হতাম ঊড়োজাহাজ
মুহূর্তে সাগর পারি দিতাম,
ঘুরতাম দেশ বিদেশ।
যদি হতাম প্রকান্ড গাছ
বৃষ্টির জল গা'য়ে মেখে নিতাম দূষণ শুষে,
শিতল ছায়া দিতাম।
যদি হতাম স্নিগ্ধ বাতাস
বদ্ধ ঘরের জানালা খুলে দিতাম ঝোড়ো ছুট,
নদীর সাথে হাত মিলিয়ে নিরূদ্দেশে বইতাম।
যদি হতাম রঙের বাহার
রাঙিয়ে দিতাম সমাজ,
মা-বাবার ভালবাসায় নতুন ছবি আঁকতাম।
যদি হতাম স্বপ্নের দেশ
পেতাম খুঁজে ঈশ্বর,
হিংসা ক্ষোভ যুদ্ধ আর লোভের বিনাশ চাইতাম।