অদৃশ‍্য পা'য়ের ছিহ্ন আজ বিস্মৃতি
যে পথ ভুলেছে সে -
সেই পথ আরও পরিচিত হয়েছে সময়ের সাথে।

ছাতিমের গন্ধ মেখে অপেক্ষায় দাঁড়িয়ে ছিল -
আহাম্মককে কেউ মনে রাখেনি,
অপেক্ষা এভাবেই ফুরায় এ শহরে!

বিদ্রূপের ভয়ে রূপকথারা কথা না রেখে ফেরার,
অবাঞ্ছিত পরিনতি করে তোলে পরিনত ভিড়ের যোগ‍্য।

বৃষ্টিতে ভিজেছিল যে উষ্ণতায়,
এখন শুধুই তাপমাত্রা বাড়ে, বাড়ে সর্দিজ্বর
অতিবৃষ্টিতে বিছিন্ন হয় যোগাযোগ।

কত যোগ-বিয়োগ, চলে যাওয়া
তোমার মতোই আর ফিরে তাকাই না।