কোন গন্তব্যটা ঠিক?
দিন শেষে ফিরে আসে, নাকি
সময় শেষে ফিরে যাওয়া।
আলো থেকেই যায়,
সৃষ্টির রোদে, চাঁদের জ্যোৎস্নায়।
ঋন শোধে উঁচু হয় আয়ু।
অভিমান-অভিযোগ দাহ্য, পরজীবী।
নীরবতার গভীরতা মাপে রূপালি ছাই!
কঠিন হওয়াটাই অনিবার্য!
প্রত্যেকটা পথ একা ভিড়ের পাশে!