।।ঘুড়ি।।
‘ভোঁকাট্টা’ –
কেটে গেলো ঘুড়ি,
ছেলেটি ম্লান মুখে তাকিয়ে রইল
বোধ হয় এই প্রথম ঘুড়ি উড়াচ্ছিল,
আনকোরা হাতের সুযোগ নিয়ে
পাক্কা খেলোয়ারের ক্ষমতা তখন মধ্য গগনে,
স্বমহিমায়।
ছেলেটি ফের বেড়ে দিলো,
তার মুখে এখন একটা জেদ
হাতে নতুন করে উন্মাদনা লক্ষ্য করছি...
অকস্মাৎ উপলব্দি করি -
"বয়স তো কিছু কম হলো না,
কিছু হারালে প্রকাশ্যে কাঁদতে পারি না।
কিছু ইচ্ছে যদি ঘুড়ির মতো হতো..."
।।স্মৃতি।।
অভিমানি অতিথির বিষয়টি
আজ অতীত।
বদলে গেছে ক্যালেন্ডার,
বদলে গেছে দৃষ্টিভঙ্গি,
নেই আজ বিকেলের তাড়াহুড়ো।
নিঃসঙ্গ সন্ধ্যার গাঢ় নীল আকাশের দিকে
নিস্পলক তাকিয়ে থাকি,
হঠাৎ চোখে কী পড়ে যায়
রুমাল দিয়ে অভিমান মুছি।