কথোপকথন
করলে শুরু শেষটা টানবে সময়
ভাবনারা সব আনমনা হয়ে থাক,
কথার ইটে দেওয়াল তোলে কথা
ভ্রমগুলো সব ভিড়েতেই মিশে যাক।
সিন্দুকটা স্পর্শে খোঁজে চাবি
গুপ্তধন গোপনেই থেকে যায়,
প্রশ্ন কিছু মুখে মুখেই ঘোরে
ইচ্ছেগুলো কেই বা জানতে চায়!
আড়াল রাখার গুণ নয়কো সহজ
নিজের সাথে নিজের কথোপকথন,
ভুলগুলো সব অভিযোগহীন বাঁচে
সব কথা তো হয়না মনের মতন।
রক্ত পরীক্ষা
ক্ষতটা ঠিক কাঁচা রক্তের আবেগ
এখন শুধুই কালচে স্মৃতির দাগ,
সেইতো প্রথম নিজের সাথে আলাপ
বিরহ তাই প্রিয় গানের রাগ।
পরিনতি ঠিক হার না মেনেই ছোটে
বৃষ্টি ও ঘামে ভিজে যায় অবশিষ্ট
সৃষ্টির খোঁজে বয়ে যায় কত রক্ত
সে তো শুধুই শারীরিক বৈশিষ্ট্য।