তোমার চাদর স্বপ্নে আঁকা, পালক মোড়া বালিস
অগ্নিপথে ঘুরে রেরায় আমার গোপন নালিশ।
তোমার আকাশ তারা গোনে, জ্যোৎস্না মাখা রাত
প্রতিবাদের মুখ এঁটে দেয় ক্ষুধার অভিঘাত।
হরেকরকম আমোদ ঘিরে সাজে তোমার মেলা
জীবন-মরণ হাতে নিয়ে কাটে আমার বেলা।
তোমার সড়ক দ্রুতগামী, আমি রাস্তা হারাই
তোমার বাগান ফুলে ভরুক, আমার মাটির লড়াই।