ক্ষত বুকে ডানা মেলল খেচর, অনিশ্চিত নতুনের আভাস।
মৃতপ্রায় স্পৃহা প্রশ্রয় পেতে চায় অলীক হাতের আদরে।
অবচেতনায়, চাবুকের আঘাতে ফের ঝলসে ওঠে
দুঃস্বপ্নের আগুন, অদ্ভুত বিভ্রান্তি...
শ্মশাণ থেকে শুরু হওয়া অপেক্ষারত পথের দৈর্ঘ্য অজানা।
ধারণায় অচেনা পদার্পণ, পদক্ষেপের শব্দ নাকি শ্রুতিভ্রম!
অতীতের সমীক্ষায় ক্ষয়ক্ষতির বিবরণ,
একাকিত্বের তুলিতে আঁকে মনগড়া, রঙিন আবরণ।
উড়ো খবরে শোনা গেল '"বসন্ত ফিরছে",
অন্তরে মেঘ-রোদ্দুর খেলা!
ধ্বংসস্তূপে জন্মেছে লাল-হলুদ প্রশ্নের ফুল।
বন্ধ দ্বারে কড়া নেড়ে গেল হিমেল হাওয়া,
তবুও নিশিডাকের শঙ্কায় শঙ্কিত বিশ্বাস দ্বিধাগ্রস্ত।
মুখচোরা আকুলতা চাতক বৃষ্টির অপেক্ষায়,
হয় তো পুনরায় ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়।