নানান রূপের একটাই পথ
ভিন্ন চোখের আঁকায়,
পাখি কবে চিনলো শেকড়?
বাঁধে বাসা শাখায়।
পতঙ্গ প্রেম বৃথাই ওড়ে
ভোরের স্বপ্ন সুখে,
বৃষ্টি শোকে অশ্রু শিশির
জমে ঘাসের বুকে।
কোথাও ফোটে সবুজ সোনা
কোথাও খরার ফাটল,
সারি সারি পিপড়ে গুলো
পরিশ্রমেই অটল।
আলো কালোর দাঁড়িপাল্লা
উপর নিচে করে,
কাঁটায় কাঁটায় সমান হলেই
ছুটির ঘন্টা নড়ে।