এক বিশাল সমুদ্র ভাসছে অসীম আকাশে
দেখতে দেখতে বয়স খরচ করছে অর্ধেক সময়,
উপার্জনের জমেনি কিছুই।
সবই শিখেছে অসময়ে, সবই বুঝেছে মাশুল গুনে।
এক বিশাল সমুদ্র ভাসছে অসীম আকাশে
কতটুকুই বা জেনেছে তার!
কতটাই বা জানতে পারবে!
শুনতে শুনতেই ঘর আলো করছে প্রতিধ্বনি।
জানার অসময় হয় না -
খুব শ্লথগতিতে অবতরণ করেছে সেই পথে,
অন্তরদ্বন্দ্বময় দুর্গম যাত্রা,
এক দানবিক প্রভাব বরাবরই রাখা ছিল
অন্তরাত্মায়, কখনও তাকে খুলে দেখেনি।