নিজের ভেতর রইলে তুমি ঘিরে
তুমিই তোমার দরজাবিহীন ঘর
নরম হাতে আলগা করে ধরে
উদাস মনে রাখলে করে পর।
ফিরবে বলেও থমকে ইচ্ছে পথে
এইতো সেদিন আমার সাথে ছিলে
কত অভিযোগ মনের ভেতর গেঁথে
ফিরবে না আর চমকে বলে দিলে।
হৃদয়ে তোমার চিতল হরিণ ছোটে
পশ্চিম থেকে আনলে বয়ে ঝড়
তোমার ছকেই নিন্দে আমার রটে
পালিয়ে পালিয়ে হলাম যাযাবর।
তুমি এখন ময়ূরপঙ্খী ঘুড়ি
পোশাক জুড়ে জড়িয়ে তারার দল
প্রতারণায় পাইনি তোমার জুড়ি
বিদ্যা তোমার, তোমার আসল ছল।