রক্তে মিশেছে যন্ত্রণা;
অজস্র কাঁটা বিঁধে সংক্রমিত স্নায়ু,
সর্পিল আলিঙ্গনে নীলচে বোধের আয়তন বাড়ে;
মিশকালো অবচেতনের অন্ধ বিশ্বাস ক্ষতিগ্রস্ত
চোরাবালি গ্রাস করে আমিত্ব, ঋণাত্মক আবহ।
নিশাচরের মতো উজ্জ্বল তীক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে
দুঃস্বপ্নের শ্বাপদ - বিষাক্ত দাঁতে ছিঁড়ে খায় স্বপ্ন
সবই বিষণ্নতার বিভ্রম।
আলোর স্পর্শে স্পষ্ট হয় ফাঁদ আর দ্বন্দ্ব,
চোখ থেকে খসে যায় মনি; ধস নামে
কবর দেয় - চিতা জ্বালায় - যান্ত্রিক রূপান্তর
বিছানায় বিছিয়ে দেওয়া মৃত স্পৃহাদের পাশে
ছোঁয়াচে দুর্বলতার জৈবিক আহ্বান, প্রবল সম্মোহন
চেতনায় বেড়ে ওঠে ছত্রাক গোপনে;
ঘিরে ধরে নিয়মিত মুখগুলো; মুখোস্ত শব্দেরা...
কৌশলী সমীকরণে ঋণ পরিশোধিত হতে থাকে
আমরণ।